এম. মেহেদুল খাঁন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্য ব্যুরো প্রধান: মানুষ চলে গেলেও তার কর্মে বেঁচে থাকে আর এটাই প্রকৃতির নিয়ম। তেমনি একজন মানুষ ছিলেন প্রয়াত গণমাধ্যম ব্যক্তিত্ব জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ও এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন।
মঙ্গলবার রাত ৯টায় সৌদি আরবের রিয়াদ এনটিভি পরিবারের উদ্যোগে স্থানীয় সময় এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মৃত্যুতে দোয়া মাহফিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এনটিভির সৌদি আরব দর্শক ফোরামের সহ-সভাপতি শেখ বাদলের সভাপতিত্বে সাংস্কৃতিক সংগঠক মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের কর্মময় জীবন নিয়ে স্বাগত বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণ করেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আলী আহসান কিরণ, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ফকির আল আমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি শাহাজাহান চঞ্চল, তালুকদার হারুনুর রশিদসহ সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এনটিভির প্রয়াত বার্তা সম্পাদক সীমান্ত খোকনের কর্মজীবন নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাত আল মাহদী ও আরিফ রাব্বানী।
দোয়া মাহফিলে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর সুস্বাস্থ্য কামনা করেও দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা