লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা, গণ উন্নয়ন কেন্দ্র, সাব-রেজিস্ট্রার, বাংলাদেশ প্রেসক্লাব. রৌমারী শাখা, পল্লি বিদ্যুৎ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করেন।
পরে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তযোদ্ধা গ্যালারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার ওয়াদুদ মন্ডল, ডেপুটি কমান্ডার শাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, খন্দকার শামছুল আলম, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. মোমিনুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা রাশেল দিত্ত, রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা