লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার ৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর এ আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি এম ছাবির আহম্মেদ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিয়াজ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার ড. মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন ডা. আহমেদ কবির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
এসময় বক্তরা দুর্নীতি প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে দুপ্রকের সৌজন্যে একটি র্যালি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে সয়াল্যান্ড চত্ত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা