লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে চলন্ত ডাম্প ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাবিবুল্লাহ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।
নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের রেহান উদ্দিন ভুইঞ এলাকায় অ্যাডভোকেট আবুল বাশারের বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। এছাড়াও তিনি সুন্দরবন কুরিয়া সার্ভিসের নৈশপ্রহরী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেল যোগে মাদাম জিরো পয়েন্ট ছোট মসজিদে আছর নামাজ পড়তে আসেন। সাইকেল নিয়ে মসজিদের সামনে পৌঁছলে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুল্লাহর মৃত্যু হয়। তার মাথা থেঁতলে যায়। ঘাতক চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।
ঘাতক ডাম্প ট্রাক চালক জাফর (২৪) সেই সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নরুল আমিনের ছেলে।
শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। ঘাতক চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা