

লক্ষ্মীপুর প্রতিনিধি: রেড ক্রিসেন্টের অঙ্গীকার, পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে পলিথিন ব্যাগ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা।
বুধবার ২০ ডিসেম্বর সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের এ আয়োজন করেন।
সভায় রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আহমদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার,
লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান এড. জসিম উদ্দিন।
মূল প্রবন্ধ পাঠ করেন রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের সেক্রেটারী ইসমাইল হোসেন ফারুক।
ইউনিট অফিসার নাসরিন আক্তারের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, সেলিম উদ্দিন নিজামী, জহিরুল আলম শিমুল, বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ।
বক্তারা বলেন, আমাদের পলিথিত ব্যবহারে সচেতন হতে হবে। একদিনেই পলিথিন ব্যবহার রোধ করা যাবে না, তবে আস্তে আস্তে এর ব্যবহার কমিয়ে আনতে হবে। পাটের ব্যাগ ব্যয়বহুল হলেও একাধিকবার ব্যবহার করা যায়। তাই পাটের ব্যাগ ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। পলিথিন যেমন আমাদের পরিবেশ দূষন করছে তেমনই বন্যা ও জলাবদ্ধতা তৈরি করছে। এছাড়া পরিবেশ বিপন্নে পলিথিন ব্যাপক ভূমিকা রাখে। তাই পলিথিন ব্যবহারে সকলকে নিরুৎসাহিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা