লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বণিক সমিতির (চট্ট-২৫৯১) নবগঠিত চন্দ্রগঞ্জ বণিক সমিতির পরিচিতি সভা ও চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মো. হোসেন এর আত্মার মাগফেরাতের জন্য চন্দ্রগঞ্জ বণিক সমিতির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও চন্দ্রগঞ্জ বণিক সমিতির উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ বণিক সমিতির উপদেষ্টা আব্দুল ওহাব কন্ট্রাক্টর, বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং চন্দ্রগঞ্জ বণিক সমিতির উপদেষ্টা নুরুল আমিন।
আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেনসহ চন্দ্রগঞ্জ বাজারের শত শত ব্যবসায়ী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ বণিক সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মরহুম মো. হোসেন এর আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়৷
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা