লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ৩নং চর মোহনা ইউনিয়নে এমন আয়োজন করা হয়।
চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু’র আয়োজনে এতে ৫'শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহন করেন।
চাঁদপুর মাজহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ৪ টি বুথে ৪ জন ডাক্তার চিকিৎসা প্রদান করেন।
জানা যায়, বিগত প্রায় ২৩ বছর ধরে এ আয়োজন পরিচালনা করছেন চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু। তার এমন আয়োজনে ব্যাপক ছাড়াও পড়েছে। রায়পুরের প্রত্যেকটি ইউনিয়নে তিনি মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচার প্রচারনা চালিয়েছেন।
এতে বিভিন্ন বয়সের ৫’শতাধিক মানুষ প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন এবং তাদের বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও শতাধিক রোগিকে বাছাই করা হয়েছে যাদের ছানি অপারেশন করতে হবে। এদের চাঁদপুর মাজহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে সম্পূর্ন নিজ ব্যবস্থাপনায় অপারেশনের ব্যবস্থা করে দিবেন সাবেক এ ইউপি চেয়ারম্যান।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন থেকে চর মোহনা ইউনিয়ন বিনামূল্যে নাজমুল ইসলাম মিঠু বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছেন। এতে করে অসহায় গরিব রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে। এছাড়া বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করছেন তিনি। এমন মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ তাকে।
চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু বলেন, প্রান্তিক জনগনের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমার এমন আয়োজন। রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করতে আমার ভালো লাগে। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে শান্তি লাগে। আমি শুধু চক্ষু ক্যাম্প নয় এ ইউনিয়নের বহু মানবিক আবেদন পূরন করেছি। ভবিষ্যতে আমার চেষ্টা থাকবে মানুষের জন্য কিছু করার।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা