লক্ষ্মীপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর (সদর আংশিক) আসনে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম (এমপি) এর নির্বাচনী প্রচারণায় বাঁধা ও মাইক ভাংচুর এর অভিযোগ উঠেছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় এহামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের প্রচারণার দায়িত্বে থাকা অটো চালক মনির হোসেন । অটো চালাক মনির বলেন, ঈগল প্রতিকের প্রচারণা করার সময় একদল সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। গাড়ি ও মাইক ভাংচুর করে। তারা নৌকা মার্কার সমর্থক।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাচন মনিটরিং কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম ফারহানা ভূইঁয়া। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে লিখিত ভাবে জানাবো।
এ বিষয়ে সেলিনা ইসলাম বলেন, আজকে বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় আমার ঈগল প্রতিকের প্রচারণা চালানোর সময় একদল সন্ত্রাসী প্রচারণার গাড়ি ও মাইক ভাংচুর করে। আমার কর্মীকে মারধোর করে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা