মো. জিল্লুর রহমান,লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পালের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ, লাকসাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নিজাম উদ্দিন, জয়িতা ও সমাজ সেবক পান্না আক্তার, নারী উদ্যোক্তা আসমা আক্তার, শিক্ষার্থী আশফিকা খানম, মাঈমুনা মরিয়ম, নুসরাত জাহান, ইসমত জাহান পালকি ছাড়াও বিভিন্ন নারী উদ্যোক্তাসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা