মো. জিল্লুর রহমান, লাকসাম: কুমিল্লার লাকসামে 'আমরা বইপ্রেমী' সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত নবাব ফয়জুন্নেসা চৌধুরানী পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার নসংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদের সভাপতিত্বে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বংশধর ফজলে রহমান চৌধুরী আয়াজ।
বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানী পাঠাগারের উপদেষ্টা মো. আব্দুল কুদ্দুস, লাকসাম প্রেসক্লাবের আহবায়ক মনির আহমেদ, লাকসাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি কামাল হোসেন, লাকসাম ফেয়ার হেলথ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মীর মো. আবু বাকার, নবাব ফয়জুন্নেসা বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
পরে নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালন এবং তার আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা