ওসমান গনি, স্টাফ রিপোর্টার: বান্দরবানের লামায় নির্বিচারে পাহাড় কাটার অপরাধে ফয়সাল আহমদ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন সরই ইউনিয়নের লম্বখোলা এলাকায় এই অভিযান চালান।
এসময় স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার সময় ফয়সাল আহমেদ (২২), পিতা: হাসমত আলী, সাং-পুঠিয়া, রাজশাহী কে হাতেনাতে ধরে উক্ত অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন।
জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা