

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনে রকেট মেইল ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার আরিফ হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী লোকাল রকেট মেইল ট্রেনটি সন্ধ্যায় নাটোরের আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর পরই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং সেখান থেকে আগুন লেগে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। আগুন নিভিয়ে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ট্রেনটি নাটোর স্টেশনের দিকে যাত্রা করে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা