মো. মনজুরুল ইসলাম, নাটোর : সারা বাংলাদেশের ন্যায় ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে নাটোরের লালপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মহিলা ভাইস চেয়ারম্যান দপ্তরের দায়িত্ব বুঝে নেওয়ার মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করলো। এছাড়া তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ সাগর ,ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা,মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন শাপলাকে এই দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।
এতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাহামিদা বিনতে হাফিজ, ওসি নাছিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাবুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপস্থিত চেয়ারম্যানদের গোপন ভোটের মাধ্যমে মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন শাপলাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা