ওসমান গনি, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ হাজার ইয়াবা উদ্ধার ও ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যাবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর ৮ নং ওয়ার্ডের কসমোপলিটন এলাকার আব্দুল হালিম চৌধুরীর ছেলে শাহীন চৌধুরী (৩৬) ও একই থানাধীন নাছিরাবাদ ২ নং গেইট এলাকার ৮ নং ওয়ার্ডের আলী আকবরের ছেলে আলমগীর হোসেন (৩৩)। তারা কক্সবাজার থেকে ইয়াবাসহ মাইক্রোবাস যোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান যায়যায়কালকে বলেন 'আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জন ইয়াবা কারবারিকে আটক করি এবং তাদের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করি। তাদেরকে বহনকারী একটি নোহাগাড়ী জব্দ করি, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি আরিফুর রহমান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা