আমিনুল হক, শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাচাল দেওয়া নিয়ে ছোট্ট বিবাদে প্রতিপক্ষের হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে বিপুল হোসেন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের ইসলামপুর রামবাড়ী মহল্লায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুকুরপাড়ের মাচাল দেওয়াকে ঘিরে দু’দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিপুলকে গুরুতর আহত করে হামলাকারীরা। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করলে কর্তব্যরত চিকিৎসক মধ্যরাতেই তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে; তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা