সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে এক আদিবাসীর লাশ উদ্ধার করে পুলিশ ,উদ্ধারকৃত লাশটি পৌর এলাকার বাগদিপাড়ার আদিবাসী বাগদী দুলাল রায় এর ছেলে জীবন রায় (৩৫) বলে জানা গেছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরের পুকুরে শিশু কিশোরেরা গোসল করতে নামলে লাশটি তাদের পায়ে বাঁধে। এ সময় শিশুকিশোরদের চিৎকার চেচামেচিতে এলাকার মানুষ জন লাশটি উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্বজনেরা জানান, জীবন গোসল করতে পুকুরে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় আদিবাসী বাগদী পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা