আমিনুল হক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের শ্যালাচাপড়ি খাঁ পাড়া গ্রামে প্রতিপক্ষের হামলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত মনি মোল্লা (৫৫) স্থানীয় মৃত সুখিয়া মোল্লার ছেলে। শনিবার সন্ধ্যায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্থানীয় একটি দোকানের সামনে মনি মোল্লা ও তার কয়েকজন সঙ্গী বসে কথা বলছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ১৮-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় মনি মোল্লার মাথায় আঘাত লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গীদেরও গুরুতর জখম করা হয়।
পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মনি মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার অভিযোগ করে বলেছে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ আশরাফ, জহুরুল, মাসুদ, সোহেল, রফিকসহ ১৮-২০ জন মিলে এই হামলা চালিয়েছে। অন্যদিকে অভিযুক্তদের পরিবার বলছে, নিহত মনি মোল্লা হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, জিডি মূলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা