আমিনুল হক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আলেম-উলামা ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লিসহ কয়েক হাজার সাধারণ জনতা ।
শুক্রবার জুমার নামাজ শেষে থানারঘাট মদিনাতুল উলুম কাওমীল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মাওলানা ছাইফউদ্দিন এহিয়া কলেজ মাঠে মিলিত হয় ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা হুঁশিয়ার করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী (সাঃ)-কে কটূক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, ‘এই দুই কুলাঙ্গার নেতার এহেন কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরাও তাদের সাথে ঐক্যমত প্রকাশ করছি। এবং এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর পাশাপাশি এই কুলাঙ্গার দুই নেতার ধর্মীও শান্তি বিনষ্টের দায়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা