

মো. আমিনুল হক, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : দোকানের মালামাল লুটে বাধা দেয়ায় প্রকাশ্য দিবালোকে আবু হানিফ (৫৫) নামের এক স’মিল শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে বীর মুক্তিযোদ্ধার ছেলে বোরহান (৩২) নামে এক আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে তালগাছি গ্রামে।
নিহত আবু হানিফ বগুড়া জেলার চান্দাইকোনার মৃত রোজগার প্রামাণিক ছেলে। তিনি তালগাছি হাটের পাশেই বাড়ি করে দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বসবাস করতেন। অভিযুক্ত বোরহান একই গ্রামের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বোরহান একজন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিতে গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বোরহান তার লোকজন নিয়ে তালগাছি মহাসড়কের পাশে নিহত আবু হানিফের শ্যালক ছানোয়ার হোসেনের ভাঙুড়ির দোকানের মালপত্র লুটপাট করে ট্রাকে উঠানোর সময় বাধা দিতে গেলে দোকান মালিক ছানোয়ারকে তিনি মারধর করেন। পরে বনিক সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে সেসময় বিষয়টির মিটমাট হয়ে যায়।
কিন্তু বোরহান তার মনে পুষে রাখা ক্ষোভে বৃহস্পতিবার তালগাছি হাটে তাদের বাড়ির সামনে তার ভাইয়ের দোকানে বসে থাকা ছানোয়ারের ভগ্নিপতি স’মিল শ্রমিক আবু হানিফকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করেন।
এসময় আবু হানিফ জীবন ভিক্ষা চেয়ে দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে উপর্যুপুরি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করেন। তখন সন্ত্রাসী বোরহানের ভয়ে আবু হানিফের জীবন বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সন্ত্রাসী আ.লীগ নেতা বোরহানের ফাঁসি দাবি করে বিক্ষোভ করতে থাকে। তারা দাবি করেন এলাকার প্রভাবশালী আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের ক্ষমতার দাপটে ও ছত্রছায়ায় তার ছেলে দীর্ঘদিন যাবৎ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। যখন ইচ্ছা যে কাউকেই তিনি নির্যাতন করতেন। এই নির্যাতন থেকে বাদ যায়নি পরিবারের সদস্যরাও।
এই বিষয়ে নিহত আবু হানিফের শ্যালক সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল এঘটনায় বোরহানের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি করেন।
শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত বোরহানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এসময তার বড়বোন রেহানা খাতুন বলেন, আমরা পরিবারের সদস্যরাও তার দ্বারা নির্যাতিত। তিনিও বোরহানের উপযুক্ত শাস্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা