আমিনুল হক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া নগর বাড়ি মহাসড়কে পাবনা থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শিশু নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু হোসাইন সরিষাকোল গ্রামের গরু ব্যবসায়ী মো. আব্দুল জব্বারের ছেলে এবং সানরাইজ মডেল একাডেমীর নার্সারি ছাত্র। তিনি পার্শ্ববর্তী কায়েমপুর গ্রামে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সরিষাকোল বাসস্ট্যান্ডে মহাসড়ক অতিক্রম করার সময় পাবনা-ঢাকা রুটের একটি হাইস মাইক্রোবাস (পাবনা-হ ১১-০০৭৭) তাকে সজোরে ধাক্কা দিয়ে মহাসড়কে ছিটকে ফেলে। এসময় মাইক্রোবাসটি শিশুটির উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তালগাছি বাসস্ট্যান্ডে স্থানীয়রা গতিরোধ করে মাইক্রোবাসটিকে আটক করে।
শিশু হোসাইনের চাচা রুস্তম জানান, “ভাতিজা জালসা দেখে বাড়ি ফিরছিল। মহাসড়ক পার হওয়ার সময় হাইস মাইক্রোবাসটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে হাসপাতালে গিয়ে ডাক্তারেরা জানায় সে আর বেঁচে নেই।”
পিপিডি ট্রাস্ট হাসপাতালের ম্যানেজার কাজী হেরেম বলেন, “শিশুটিকে আমাদের হাসপাতালে আনার পর মেডিকেল অফিসার পরিক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা