মো. রিফাত ইসলাম, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনিকা খাতুনের বাবা'র হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ৪ অক্টোবর রাতে গাইবান্ধায় নিজ গ্রামের রাস্তার পাশ থেকে শিক্ষার্থীর বাবা ও স্থানীয় ইউপি সদস্য 'মোস্তাক আলী'কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সুত্রে জানা যায়, প্রাথমিকভাবে এটিকে দূর্ঘটনা বলা হলেও নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এদিকে তারা অভিযোগ করেছে যে ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালেও প্রশাসনের তদন্তের কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে শিক্ষার্থীদের দাবি দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এবিষয়ে এআইএস দ্বিতীয় বর্ষের ছাত্র জিহাদুর রহমান বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে। যদি অল্প সময়ের মধ্যে তদন্ত শুরু না করা হয় তাহলে শিক্ষার্থীরা পরবর্তীতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা