নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে "অভিভাবক সমাবেশ-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন অবসানপ্রাপ্ত সিভিল সার্জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক ডা. মো. সাদেক মিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সলিমগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজদ উল্লাহ, চুওরিয়া আবদুর রহিম মুন্সি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এনামুল হক মুন্সি এবং ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রসুল্লাবাদ ইউ.কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবদুল মোতালিব ও মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আশিকুর রহমান রমজান।
আয়োজক কর্তৃপক্ষ জানান, শিক্ষক-অভিভাবকের সমন্বিত উদ্যোগই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা