প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
শিবগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও যুব কমিটি গঠন
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঝিহট্ট ইউনিয়ন শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও যুব কমিটি গঠন হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টায় মাশিমপুর চালুঞ্জা গ্রামের স্থানীয় একটি মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঝিহট্ট ইউনিয়ন শাখার আমীর মাওলানা খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আ.ন.ম আলমগীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের সহ-অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঝিহট্ট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এমরান হোসেন দুলাল। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শিবগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাজেদুর রহমান জুয়েল, ফারুক হোসাইন সহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা।
পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ইউনিয়ন যুব কমিটি ঘোষণা করা হয়। যুব কমিটির সভাপতি নির্বাচিত হন জুলহক এবং সেক্রেটারি আব্দুল হালিম।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা