মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১১ টায় উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল শিবগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে শিবগঞ্জ শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাব্বির খান, শিহাব উদ্দৌলা, তোহা মিয়া, ফাহিম ইসলাম, সুমাইয়া আক্তার, জাহাঙ্গীর আলম, মিম আক্তার, মিলি আক্তার, মহান মিয়া প্রমুখ।
এসময় বক্তারা ধর্ষণের সংখ্যা বাড়ার আগে ধর্ষকদের ফাঁসি ও সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করণসহ ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও খুনের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা