মিনহাজ আলী, শিবগঞ্জ: বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে হাতবোমা ও পেট্রোলবোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে নাগরিক ঐক্যের ৯ নেতাসহ ৭ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মঙ্গলবার রাতে যুবদল নেতা রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান।
মামলায় অভিযুক্ত আসামীরা হলেন, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার(৪৫), সাংগঠনিক সম্পাদক সৈকত আমিন বিদ্যুৎ(৩২), হারুনুর রশিদ(৫০), উপজেলা নাগরিক যুব ঐক্য সভাপতি অমিত হাসান(৩৫), নাগরিক ঐক্য কর্মী তোফা(৫৫), সাগর(৩৫), মোকাররম হোসেন খোকন(৩২), পিয়াল(৫৫) ও লিপি বেগম(৩৫)।
বুধবার বিকালে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন যায়যায়কালকে জানান, পেট্রোল বোমা হামলার ঘটনায় যুবদল নেতা রনি মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের দেওয়ানতলা গ্রামস্থ যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে ককটেল, পেট্রোল বোমা হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা৷ প্রতিবাদে মোকামতলা-জয়পুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। এরপর থেকেই জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে শিবগঞ্জ উপজেলা বিএনপি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা