
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন(২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন(২৯) একই এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় স্যানেটারির কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রবিবার সকালে বজ্রপাতের সময় ইমরান হোসেনর বাড়ির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এতে ইমরানের বাড়ির বৈদ্যুতিক মিটারে আগুন ধরে। এসময় ওই মিটার থেকে ইমরানের চোখে মুখে বৈদ্যুতিক ঝলক লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এব্যাপারে আইনানুগ কাজ চলমান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা