মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে মরা গরুসহ এক কসাই ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
রোববার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার অর্জুনপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটিয়া প্রামের ওছির ফকিরের ছেলে রাজা ফকির (৫৭) ও একই এলাকার মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ফকির (৪০)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত গরু বহনকারী অটোভ্যান চালক মকবুল হোসেন বলেন, রাত ১টার দিকে শিবগঞ্জ থেকে আদালীপুর গ্রামে যাওয়ার জন্য আমার অটোভ্যান ভাড়া করা হয়। মৃত গরু নিয়ে আসার সময় অর্জুনপুর ব্রীজের কাছে পৌছালে পুলিশ আমাদের আটক করে থানায় নিয়ে যায়।
মরা গরু জবাই করার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, মরা গরু জবাই করে সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলো। এসময় পুলিশের বিশেষ টহলে তাদেরকে আটক করা হয়। তাদের নিকট থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজা ফকির ও শহিদুল ফকিরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা