মিনহাজ আলী, শিবগঞ্জ: বগুড়ার শিবগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী ও শ্যালিকাকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মারপিটের শিকার স্ত্রী। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার দেউলী ইউনিয়নের পোড়ানগরী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেউলী ইউনিয়নের পোড়ানগরী চারমাথা গ্রামের মাহমুদুল ইসলাম(৩৫) এর সঙ্গে একই গ্রামের মাহমুদা বিবির বিয়ে হয়। বিয়ের পর থেকে তিন লক্ষ টাকা যৌতুক দাবি করে মাঝে মাঝেই স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে মাহমুদুল। এক পর্যায়ে বাধ্য হয়ে বাবার বাড়িতে গিয়ে নির্যাতনের কথা বললে জমি বিক্রি করে ২ লক্ষ টাকা যৌতুক দেন মাহমুদা বিবির বাবা। কিন্তু এতেও খুশি নয় মাহমুদুল। পরে আরো ১ লক্ষ টাকা যৌতুক নিয়ে আসতে চাপ দিতে থাকে স্ত্রী মাহমুদাকে। এক পর্যায়ে গত ১৭ ফেব্রুয়ারি মাহমুদা ও তার বোন আয়েশা বেগম (৫০) কে মারপিট করে যৌতুকের টাকা নিয়ে আসতে বলে। এসময় তাঁরা দুইবোন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত মাহমুদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, এব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা