প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দল-যুবদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার আটমূল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সভার আয়োজন করা হয়।
আটমূল ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান।
অনুষ্ঠানে আটমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব কাজী, ইউনিয়ন যুবদল নেতা রানা, বাবর, সবুর, আব্দুল কুদ্দুছ, রাশেদ, নয়ন, হুমায়ন কবির, শরিফুল, রবিউল, আরিফুল, আল আমিন, ইউনিয়ন সেচ্ছাসেবক নেতা মাশকুরুল আলম, তৌহিদুল ইসলাম, জেলহক, হযরত আলী, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা