মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): কথায় আছে ”জানার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই”। এই প্রবাদ শুধু মুখে নয়। বাস্তব জীবনেও নিজের ইচ্ছা পূরণ করতে ৭৪ বছর বয়সে বিএসএস পরীক্ষা দিচ্ছেন বগুড়ার শিবগঞ্জের সাইফুল ইসলাম। তিনি উপজেলার পিরব ইউনিয়নের ভাটরা গ্রামের বাসিন্দা। বৃদ্ধ বয়সে বিএসএস পরীক্ষায় অংশ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।
জানা যায়, ছোট বেলা থেকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছিলেন সাইফুল ইসলাম। কিন্তু অভাবের কারণে এইচএসসির পর লেখাপড়ার খরচ যোগাতে পারেননি তিনি। এতে করে তার স্বপ্নটা অসম্পূর্ণই থেকে যায়। তবে চার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন।
সাইফুল ইসলাম ১৯৭৪ সালে এইচএসসি পাস করেন। পারিবারিক অভাব অনাটনের কারণে তারপর তিনি কৃষিকাজ শুরু করেন। বর্তমানে কৃষিকাজের পাশাপাশি দলিল লেখকের কাজ করছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজ থেকে বিএসএস পরীক্ষা দিচ্ছেন তিনি।
মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৮৪ জন শিক্ষার্থী বিএ, বিএসএস পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে প্রবীণ ব্যক্তি পরীক্ষা দিচ্ছেন সাইফুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নবীন-প্রবীণ ভ্যারাইটিজ ছাত্রছাত্রী পড়াশোনা করে। অনেক চাকরির পদোন্নতি সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার সুযোগ করে দিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
সাইফুল ইসলাম বলেন, আমার ছোট বেলার স্বপ্ন আমি উচ্চ শিক্ষিত হবো। কিন্তু অভাবের কারণে আমি এইচএসসি’র পর লেখাপড়া করতে পারিনি। বিএসএস পরীক্ষায় ভালো ফলাফল করলে আমি ল’তে ভর্তি হবো। সন্তানরাও তার বাবার লালিত স্বপ্নকে হত্যা করেননি। বরং ৭৪ বছর বয়সী বৃদ্ধ বাবাকে সাহস যুগিয়েছেন পরীক্ষা দিতে। সাইফুল ইসলামের এই সাহসিকতাকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী#
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা