মো. নাজমুল ইসলাম
শীতের বিকেলে হিমেল হাওয়া,
মাঠে নামে রোদ্দুরের ছায়া।
শীতল স্পর্শে দিগন্ত জুড়ে
নিঃশব্দে বাজে প্রকৃতির গায়া।
পথের ধারে ঝরা পাতারা
নাচে বাতাসে রঙিন ঘুঙুর।
গোধূলি আকাশে মেঘের ভেলায়
সূর্য সাজায় লালিমা সুর।
দূরের গ্রামে মেঠো পথ ধরে
চলে কৃষকের কাঁধে বোঝা,
পুকুর পাড়ে শিশুরা হেসে
জল ছিটিয়ে খেলে মজা।
চায়ের কাপে ধোঁয়ার আল্পনা,
কাঠফাটা শীতের গল্প শোনায়।
মন ভরে যায় প্রকৃতির ছোঁয়ায়,
শীতের বিকেল নতুন গান গায়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা