আলমগীর হোসেন হিরু, চাটখিল, (নোয়াখালী) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকারী এবং তার অপশাসনের সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী চাটখিল উপজেলা ও পৌর শাখা।
চাটখিল কামিল মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের পৌর শাখার সভাপতি মাওলানা আক্তার হোসেন। সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের নোয়াখালী জেলা শাখার শুরা সদস্য মাওলানা সাইফুল্লাহ।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আমির মাওলানা মহি উদ্দিন হাছান, মাওলানা রাকিব উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক নুর হোসেন রিয়াজ, উপজেলা সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
সভা পরিচালনা করেন পৌর সভার সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন।
সভায় বক্তারা স্বৈরাচার হাসিনার অপশাসনের সহযোগীদের অবিলম্বে বিচারের দাবিতে জোর দাবি জানিয়েছেন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন ছাড়া মানুষ শান্তি পাবেনা। সভা শেষে জামায়াতের এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিন করে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা