এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারিয়েছেন মনোয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধূ। শুক্রবার দুপুরে শহরের নতুন বাসটার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মনোয়ারা বেগম সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের বাসিন্দা, আনোয়ার হোসেনের স্ত্রী এবং তিন সন্তানের মা ছিলেন।
জানা যায়, শুক্রবার দুপুরে তিনি তার বোনসহ কয়েকজনকে নিয়ে শ্রীবরদীর ঐতিহাসিক বারোদুয়ারী মসজিদে মান্নতকৃত শিন্নি দিতে যাচ্ছিলেন। যাত্রাপথে তিনি চালকের ঠিক পেছনে উল্টো সিটে বসে ছিলেন। চলন্ত অবস্থায় তার ওড়না বাতাসে উড়ে চাকায় জড়িয়ে পড়ে, কিন্তু তিনি টের পাননি। মুহূর্তের মধ্যে ওড়না গলায় ফাঁস লেগে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বলায়েরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম মনির জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার গভীর শোকাহত।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা