এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : শেরপুরে নিউ মার্কেট জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শেরপুর নিউ মার্কেট জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় শেরপুর ( সদর -১) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, সভাপতিত্বে শেরপুর প্রেসক্লাবের সভাপতি, দেবাশীষ ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, শামসুন্নাহার কামাল, বীর মুক্তিযোদ্ধা, মো. আব্দুল খালেক, জেলা কৃষক লীগের সভাপতি, মো. আব্দুল কাদের, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মেরাজ উদ্দিন,সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান, সাবিহা জামান শাপলা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. মোছাদ্দেক ফেরদৌসী, সদর উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান, মোহাম্মদ বায়েজীদ হাসান, আওয়ামী লীগ নেতা,কানু চন্দ্র, জেলা যুবলীগের নেতা মো. আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সম্রাট, জেলা কৃষক লীগের, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান লেবু, জেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, জেলার বিভিন্ন পর্যায়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র সাংবাদিকেরা সহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে ছানোয়ার হোসেন ছানু এমপি তার বক্তব্য বলেন, ঐতিহাসিক ৬ দফা স্বাধীনতার মূলমন্ত্র যার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা