
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৪:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
শেরপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আরিফ আহমেদকে আহ্বায়ক এবং শামছুজ্জামান শিভলুকে সদস্য সচিব এবং মো: শহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক,মাজহারুল ইসলাম মাসুদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার দলের সভাপতি নুরুল হক ও রাশেদ খান সাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ ব্যাপারে গণমাধ্যমকর্মীদের আরিফ আহমেদ বলেন, ‘সবার সহযোগিতায় গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুরে গণ অধিকার পরিষদ কাজ করে আসছে এবং এটি অব্যাহত থাকবে।
আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। ৭১-এর পর দেশে মুজিব জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে বাকশাল কায়েম করে অভিশাপ ছড়িয়েছেন। ঠিক তার মেয়ে শেখ হাসিনা দেশকে কর্তৃত্ববাদী শাসনে নিয়ে গিয়ে দেশকে ধ্বংস করেছেন।
২৪ সালের গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। আমাদের প্রিয় জেলা শেরপুরেও ৪ আগস্ট হাসিনার দোসররা পাঁচজন শিক্ষার্থীকে হত্যা করেছেন। তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা