শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৭৩৬ বোতল ভারতীয় মদসহ নাছির মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
শুক্রবার ভোরে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাছির উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ এর একটি অভিযানিক দল। ওইসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় নাছির ধরা পড়ে যায়। পরে তার হেফাজতে থাকা ৭৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৮৬ হাজার টাকা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দিয়ে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা