মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা।
এ সময় বক্তব্য রাখেন, সিবিএ সভাপতি আশফাকুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, নিহত মঞ্জুর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শ্রমিকনেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের সামনে মঞ্জুরকে গুলি হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদি হয়ে লালপুর থানায় ১৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা