মো. সাখাওয়াত হোসেন, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ফাইনালের উদ্বোধন করা হয়।
মুরাদনগর উপজেলা শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কামাল উদ্দিন সরকার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগরের সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাছান খাঁন, মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মুরাদনগর আইসিটি অফিসার মো. রাফি উদ্দিন আহম্মেদ, ১ নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার, সাবেক চেয়ারম্যান মো. বশি ও গণঅধিকার সভাপতি ১নং শ্রীকাইল ইউনিয়নের তাজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন সরকার, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রীকাইল সরকারি কলেজে অনেক প্রফেসার, নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা পারভীসহ এলাকার গণমান্য ব্যাক্তি ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ এবং অভিভাবক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা