রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তাছলিমা খাতুনের বাড়িতে মঙ্গলবার কলেজছাত্রীকে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে মেয়ের বাড়িতে হামলা করা হয়েছে এবং মারধরের ঘটনায় থানায় অভিযোগ এসেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী তাছলিমার মেয়ে স্থানীয় ধলাদিয়া ডিগ্রী কলেজে লেখাপড়া করে। প্রায় সময়ই তার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে কিছু বখাটে ছেলে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। এই বিষয়ে কলেজছাত্রী তার মাকে জানালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। আর এই কারণে ক্ষিপ্ত হয়ে রুবেল, রাশেদ, মোফাজ্জল, খোকন, হানিফা তাদের বাড়িতে হামলা করে।
বাদী তাসলিমা বলেন, রুবেল প্রায় সময় আমার মেয়েকে কলেজে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে বিরক্ত করতো। আমার মেয়ে আমাকে যখন জানায় তখন আমি স্থানীয় ব্যক্তিদের জানাই। আর তাতেই তারা সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আমার এবং আমার মেয়ের উপরে হামলা করে। আমি প্রশাসনের কাছে এদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা