
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
"বিনোদনের পাশাপাশি ডিজিটাল লেনদেনটাও শিখুক নবীনেরা" এই প্রতিপাদ্যে সোমবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেন ও আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচয় করানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক আলীজয়দীপ বিশ্বাস। তিনি বলেন, "স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে, যা ভবিষ্যতের নানা প্রয়োজনে কাজে লাগবে।"
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ের সুবিধা সম্পর্কে ধারণা দেন। পরে অনেক শিক্ষার্থী অ্যাকাউন্ট খোলার ফরম সংগ্রহ করে পূরণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাংকের পক্ষ থেকে উপহারও বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা