শ্রীমঙ্গল প্রতিনিধি: শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মন্দির পরিদর্শন করলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল উপজেলার শারদীয় দূর্গাপুজার অষ্টমীতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন পৌর এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
প্রথমে তিনি পৌর এলাকার শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শনে যান। সেখানে মন্দির পরিদর্শন করেন ও পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। পরে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সভাপতি সভাপতি দীপক ধর পুরকায়স্থ, সম্পাদক মিলন দাশ, মৌলভীবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সহ- সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল বৈদ্য শচী,শ্রীমঙ্গল পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন প্রমুখ।
পরে তিনি পৌরসভার শাপলাবাগ এলাকার সার্বজনীন দূর্গাপুজা মন্দির, শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী ভাড়াউড় পুজা মন্দিরসহ বিভিন্ন পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা