রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গলের আশীদ্রোণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রামনগর এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে পৌর যুবদলের আয়োজনে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এমএ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মো. আনিসুল ইসলাম আশরাফি।
অনুষ্ঠানে বিজয় দিবসে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি মীর এমএ সালাম বক্তব্যে প্রথমে মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধুলার আয়োজন করায় আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানান।
এসময় তিনি আরো বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য খেলাধূলার বিকল্প নেই। খেলাধুলা করে অনেকে সমাজে আজ প্রতিষ্ঠিত হয়েছেন। শ্রীমঙ্গলের অনেক ছেলে-মেয়েরা আজ জাতীয় পর্যায়ে খেলে দেশের সুনাম বয়ে আনছে। মাদকের নেশা থেকে দূরে রাখতে হলে কিশোরদের খেলাধুলায় মনোনিবেশ করাতে হব। এর ফলে নেশামুক্ত সমাজ গড়ে উঠতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা