মো. আলমগীর হোসেন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন কোম্পানির তেলের লাইনে ফাঁস থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন পরিবারের মা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার ইলামপাড়া গ্রামে।
জানা যায়, দুষ্টচক্রের তৈরি করা লাইনের ছিদ্র দিয়ে তেল প্রবাহিত হয়ে জৈতা ছড়ায় চলে আসে। সেখানে ভেসে থাকা তেলে মাছ চটফট করতে দেখে স্থানীয়রা মাছ ধরতে যান। এ সময় আচমকা আগুন ধরে গেলে একই পরিবারের বাবা, ছেলে ও মা গুরুতরভাবে দগ্ধ হন।
প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার ও সিলেট, পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ছেলে রেদওয়ান মিয়া (২০) রাত ৩টার দিকে এবং বাবা বশির মিয়া (৫০) সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনের মৃত্যুর খবর এলাকাজুড়ে ছড়িয়ে পড়তেই গভীর শোক নেমে এসেছে। বর্তমানে বশির মিয়ার স্ত্রী (রেদওয়ানের মা) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসী জানিয়েছেন, বশিরের স্ত্রীই ছিলেন সবচেয়ে বেশি দগ্ধ, অথচ তিনিই এখনো জীবিত আছেন, আর বাবা ও ছেলে আগেই মৃত্যুবরণ করেছেন। এতে চিকিৎসা জনিত অবহেলা আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র অবশিষ্ট কনিষ্ঠ সদস্য গভীর শোকে মুহ্যমান।
মহান আল্লাহ তাঁদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং পরিবারের বাকি সদস্যদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন—এমন দোয়া করছে এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা