মো: আলমগীর হোসেন, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে সোনার বাংলা টি ব্রোকারের উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টে আয়োজিত এই মাহফিলে চা শিল্পের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা টি ব্রোকারের চেয়ারম্যান মো: শহিদ আহম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা গবেষণা ও রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ড. আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি চেরাগ আলী মাস্টার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ টি ব্রোকার, জি এস টি ব্রোকার, শ্রীমঙ্গল টি ব্রোকারের প্রতিনিধিবৃন্দ এবং শ্রীমঙ্গলের বিশিষ্ট চা ব্যবসায়ী সমর আহমেদ। সোনার বাংলা টি ব্রোকারের ডাইরেক্টর হারুনুর রশিদ ও মুহিবুর রহমানসহ শ্রীমঙ্গলের সর্বস্তরের চা ব্যবসায়ীরা মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি ও চা শিল্পের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে এক ইফতার আয়োজনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
এ ধরনের আয়োজন চা শিল্পের উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা