মো. আলমগীর হোসেন, মৌলভীবাজার: শ্রীমঙ্গল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা মাদক, ছিনতাই, যানজট ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ চান।
পুলিশ সুপার জানান, জনগণের সেবা সহজ করতে থানায় বসেই পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালু হচ্ছে। পাশাপাশি জেলায় অনলাইন জিডি ব্যবস্থাও দ্রুত চালু করা হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, সহকারী পুলিশ সুপার শাকিলসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা