আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে অন্তত ১৫ জন। রোববার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী কলম্বোসহ দেশটির ২০টির বেশি জেলা।
একাধিক শ্রীলঙ্কান গণমাধ্যমের তথ্য অনু্যায়ী, ঝড়ে উপড়ে গেছে গাছপালা। এছাড়া বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগসহ সার্বিক যোগাযোগব্যবস্থাও। কলম্বোর কাছাকাছি একটি এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ সদস্যের। ভূমিধসে মাটি চাপা পড়েছে অনেকে। দুর্গত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির স্কুল-কলেজ। বন্যার এমন অবস্থার মধ্যেও খারাপ খবর দিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ। তারা জানিয়েছে, বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত চলবে আরও কিছুদিন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা