

এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি : "শ্রেষ্ঠ এসআই"র স্বীকৃতি পেলেন জয়পুরহাটের ২ পুলিশ। সোমবার ১৮ ডিসেম্বর-২০২৩ রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স হল-এ নভেম্বর-২০২৩ মাসের রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।
সভার শুরুতেই উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের নভেম্বর-২০২৩ মাসের সার্বিক পারফর্মেন্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে জয়পুরহাট জেলার ২ জন শ্রেষ্ঠ অফিসার সহ রেঞ্জের মোট ৮ জন শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়।
রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ আনিসুর রহমান রাজশাহী রেঞ্জের "শ্রেষ্ঠ এসআই" হিসেবে জয়পুরহাট সদর থানার এসআই(নিঃ) মো. নাজমুল জান্নাত শাহ এবং শ্রেষ্ঠ এএসআই" হিসেবে একই থানার এএসআই(নিঃ) মোঃ রুহুল আমিন কে পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম । পুরষ্কার পেয়ে শ্রেষ্ঠ এস আই নাজমুল জান্নাত শাহ বলেন, কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের কিন্তু দায়িত্বও বেড়ে যায়। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, পলাতক আসামি গ্রেফতার ও মাদক বিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জেলা পুলিশের প্রতিটি সদস্য।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা