মোহাইমিনুল ইসলাম, উলিপুর: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আল মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসায় নিয়মিত নিয়ম না মেনে বিদ্যালয় পরিচালনা করার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, প্রায় প্রতিদিনই বিকেল ৩টার আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ৩টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার অফিস কক্ষসহ সব শ্রেণিকক্ষে তালা ঝুলছে। অথচ প্রতিষ্ঠানটির শ্রেণিকাল শেষ হওয়ার কথা বিকেল ৪টার পর।
এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে মাদ্রাসাটি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল। তখন “সকাল ১০টায় বিদ্যালয়ে এসে দুপুর ১টায় ছুটি”, “শিক্ষক সিদ্ধান্তেই চলছে প্রতিষ্ঠান” এই শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর কিছুদিনের জন্য প্রতিষ্ঠানটি স্বাভাবিক কার্যক্রমে ফিরে এলেও বর্তমানে ফের অনিয়ম শুরু হয়েছে।
নিয়মবহির্ভূত এই কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মাদ্রাসার সুপার আইয়ুব আলী বলেন, “আমি একটু কাজে ইউএনও অফিসে এসেছি। বিদ্যালয়ের অন্যান্য স্টাফ কোথায় আছেন, আমি জানি না।”
বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, “মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা