

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় রাস্তা নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর নিম্নমানের খোয়া অপসারণসহ কাজ শুরুর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম।
গত ২০ অক্টোবর দৈনিক যায়যায়কালে ‘গাইবান্ধায় রাস্তা নির্মাণে অনিয়ম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের নজরে আসে। এরপর তিনি দ্রুত রাস্তাটি পরিদর্শনে আসেন। এসময় তিনি রাস্তাটিতে নিম্নমানের খারাপ খোয়া অপসারণ করে মানসম্মত ভাল ইটের খোয়া দিয়ে কাজ শুরুর নির্দেশ দেন।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাগুরা কুটি গ্রাম থেকে খামার গোবিন্দপুর একতার বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ করা হচ্ছে। যা নবনির্মিত হরিপুর ব্রিজে যাওয়ার রাস্তা বলে পরিচিত। আর ওই সড়ক নির্মাণের কাজ পান মেসার্স এম এ ইন্জিনিয়ারিং এন্ড মেসার্স বসুন্ধরা (জেভি) নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। বেশ কিছুদিন আগে সড়কটি পাকাকরণের কাজ শুরু হয়। এ সময় নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বিভিন্ন মহলে অভিযোগ করেন।
গত ২০ অক্টোবর দৈনিক যায়যায়কাল পত্রিকায় ‘গাইবান্ধায় রাস্তা নির্মাণে অনিয়ম’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের নজরে এলে তিনি উপরোক্ত নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা