যায়যায়কাল প্রতিবেদক: বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটিসহ বিভিন্ন দাবিতে শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়া পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
মঙ্গললবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, 'দুপুরে পোশাক শ্রমিকদের একটি মিছিল সচিবালয়ে ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।'
এসময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
এ ঘটনায় বেশ কয়েকজন পোশাক শ্রমিকও আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেকে চিকিৎসাধীন আমিনুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক জানান, 'আমরা ন্যায্য দাবি নিয়ে সচিবালয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদের অন্যায়ভাবে পিটিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।'
বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা এখন শ্রম ভবনের সামনে অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা